বিরোধী জোট ইন্ডিয়াকে বেনজির আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ, বিজেপির সংসদীয় দলের বৈঠকে তিনি এই কড়া ভাষায় সমালোচনা করেন এই জোটের। তিনি বলেন, ‘ইন্ডিয়া নাম নিলেই কেউ দেশহিতৈষী হয়ে যায় না। ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামেও তো ইন্ডিয়া ছিল। পিএফআই, ইন্ডিয়া মুজাহিদিনের নামেও ইন্ডিয়া আছে। তারা সবাই দেশবিরোধী’। এছাড়াও দলের সংসদদের উদ্বুদ্ধ করতে তিনি বলেন, ‘বিরোধীদের কাজ বিরোধীতা করা। তারা যা করার করুক, আপনারা আপনাদের কাজ করে যান’। তবে জঙ্গিগোষ্ঠীর সঙ্গে বিরোধী জোটের তুলনা টানায় নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রীর এই মন্তব্যের পাল্টা দিয়েছে বিরোধীরাও। আতঙ্কে আছেন বলেই ‘আতঙ্কবাদী’ দেখছেন বলে কটাক্ষ করা হয়েছে ইন্ডিয়ার তরফে।