এক দশক আগে ২০১২ সালে পূর্ব মেদিনীপুর জেলায় প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের ক্ষেত্রে স্বজনপোষণের অভিযোগ উঠেছিল। ২০১৬ সালে এই অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজ্যের শিক্ষা দফতরকে তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু আদালতের নির্দেশ সত্ত্বেও শিক্ষা দফতর বিগত ৭ বছরেও সেই তদন্তের কাজ করেনি বলে অভিযোগ ওঠে। তার পরিপ্রেক্ষিতেই এদিন অর্থাৎ মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, রাজ্য শিক্ষা দফতরকে ৫০ হাজার টাকা জরিমানা দিতে হবে। আগামী ১০ দিনের মধ্যে সেই টাকা কলকাতা হাইকোর্টের ‘লিগ্যাল এড সার্ভিস’-এ জমা দিতে হবে। শুধু তাই নয়, রাজ্যের শিক্ষা দফতর কোথা থেকে ওই জরিমানার টাকা জোগাড় করবে সেটাও বাতলে দিয়েছেন বিচারপতি। তিনি জানিয়েছেন, ওই নিয়োগ প্রক্রিয়ায় ‘দুর্নীতি’র তদন্তে যাঁদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে, তাঁদের কাছ থেকেই ওই জরিমানার টাকা আদায় করতে হবে।