ডেঙ্গির নিয়ে বাড়াচ্ছে উদ্বেগ । এখনও পর্যন্ত গোটা রাজ্যে আক্রান্তের সংখ্যা আড়াই হাজারের বেশি। যা গত বারের তুলনায় অনেকটাই বেশি । রাজ্যজুড়ে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। সেইসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু । মঙ্গলবার রাতে আরও এক ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হয়েছে বলে খবর । এই নিয়ে গত এক সপ্তাহে ডেঙ্গি সংক্রমণে প্রায় পাঁচ থেকে ছয় জনের মৃত্যু হয়েছে বলে খবর। সবথেকে বেশি ডেঙ্গির বলি হচ্ছেন কমবয়সিরা । জানা গিয়েছে, মঙ্গলবার রাতে ডেঙ্গিতে মৃত্যু হয়েছে এক কিশোরের । নাম জয় বিশ্বাস। বাড়ি নদিয়ার হাঁসখালির গোরাপোতা গ্রামে। এনআৎএস হাসপাতালে বেশ কয়েকদিন ধরে ভর্তি ছিল জয় । মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল সে । কিন্তু শেষ রক্ষা হল না । এদিকে, বাংলাদেশে মহামারির আকার ধারণ করেছে ডেঙ্গি । মৃত্যু হয়েছে ১৭৬ জনের। এদিকে, বাংলাদেশ থেকে ভারতে বা এ রাজ্যে প্রায়ই পর্যটকদের আনাগোনা লেগেই রয়েছে । তাঁদের মাধ্যমে ছড়াতে পারে ভাইরাস । সেকথা চিন্তা করেই ডেঙ্গি সংক্রমণ মোকাবিলায় বিশেষ পদক্ষেপ করেছে রাজ্য সরকার । জানা গিয়েছে, এবার থেকে বাংলাদেশ থেকে আগত পর্যটকদের রক্তপরীক্ষা করতে হবে । ইতিমধ্যেই রাজ্য স্বাস্থ্যদপ্তরকে চিঠি দিয়েছে কলকাতা পুরসভা। সেখানে বলা হয়েছে, প্রতিটি অভিবাসন কেন্দ্রের পাশে খুলতে হবে ডেঙ্গু রক্ত পরীক্ষা কেন্দ্র।