প্রেমিকের আঘাতে মৃত্যু হয়েছে বছর ২৫-এর এক ছাত্রীর। শুক্রবার এই ভয়াবহ ঘটনা ঘটেছে দিল্লিতে। দিল্লির মালব্য নগরে অরবিন্দ কলেজের পাশে একটি পার্কে। পুলিশ সূত্রের খবর, অভিযুক্ত ওই ছাত্রীকে আক্রমোন করেই সেখান থেকে পালিয়ে গিয়েছে। জানা গিয়েছে ওই পড়ুয়া দিল্লির কমলা নেহেরু কলেজের ছাত্রী। ঘটনা প্রসঙ্গে দক্ষিণ দিল্লির ডিসিপি চন্দন চৌধুরি জানিয়েছেন, ‘মালব্য নগরে অরবিন্দ কলেজের কাছে একটি পার্কে এক বছর ২৫-এর যুবতীর দেহ উদ্ধার হয়েছে। তিনি তাঁর বন্ধুর সঙ্গে পার্কে এসেছিলেন। যুবতীর মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে, এবং তাঁর দেহের পাশে একটি লোহার রড পাওয়া গিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তের খোঁজ চালাচ্ছে।