সম্পাদকীয়

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপর ‘অসন্তুষ্ট’ শীর্ষ আদালত! অভিষেক বন্দ্যোপাধ্যায় বনাম ইডি মামলায় সুপ্রিমকোর্টে ‘ক্ষমা’ চাইল ইডি

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি দিল ইডি। প্রয়োজনে অভিষেক ও রুজিরার বিরুদ্ধে লুক আউট নোটিশ প্রত্যাহারের নির্দেশ সুপ্রিম কোর্টের। শুধু তাই নয়, রুজিরা বন্দ্যোপাধ্যায়কে বিমানবন্দরে আটকানো নিয়ে আজ অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। আজই শীর্ষ আদালতে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে বিমানবন্দরে আটকানো নিয়ে করা অভিষেকের মামলার শুনানিতে প্রয়োজনে তাঁদের বিরুদ্ধে লুক আউট নোটিস প্রত্যাহার করে নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। এদিন আদালতে আইনজীবী কপিল সিবাল রুজিরা বন্দ্যোপাধ্যায়কে বিমানবন্দরে আটকানোর ঘটনা উল্লেখ করেন। এর কারণ জানতে চান বিচারপতি। বলেন, “প্রয়োজনে এলওসি প্রত্যাহার করুন। যিনি বিদেশ যেতে চান তিনি আবেদন করলে অনুমতি দেওয়ার কথা ভাবুন। এরপরেই এই জন্যে আদালতের কাছে ক্ষমা চাইতে হয় ইডিকে। ইডির আইনজীবী রাজু বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করে, ‘সরি’ বলেন। প্রসঙ্গত, এদিন আদালত ইডিকে বলে যে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের নামে যদি লুক আউট সার্কুলার থাকে, তবে তা প্রত্যাহার করা হোক। কারণ অভিষেকের নামে লুক আউট সার্কুলার থাকলে তাঁকে কোথাও আটকানো হতে পারে, সেক্ষেত্রে সময় নষ্ট হবে। ইডি ও আদালত, উভয়েরই সময় নষ্ট হবে। জবাবে ইডির আইনজীবী এস ভি রাজু জানান, অভিষেকের নামে কোনও লুক আউট সার্কুলার নেই। চোখের চিকিৎসার প্রয়োজনে বিদেশযাত্রার জন্য ২৬ জুলাই আবেদন করেন অভিষেক। তাঁর আবেদন বিবেচনা করে লুক আউট সার্কুলার প্রত্যাহার করা হয়। তারপরই তিনি বিদেশযাত্রা করেন।