দেশ

ঝাড়খণ্ডে মহরমের শোভাযাত্রায় অংশ নিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু ৪ জনের, আহত ১০

 মহরমের শোভাযাত্রায় অংশ নিতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল চার জনের। বিদ্যুতের তার লেগে ওই চার জনের মৃত্যু হয়েছে। ঝলসে গিয়েছেন আরও ১০ জন। আহতদের উদ্ধার করে বোকারো জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিদ্যু‍ৎ দফতরের কোনও গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। কারোর পুলিশ সুপার প্রিয়দর্শী অলোক জানিয়েছেন, শনিবার সকাল ছয়টা নাগাদ মহরম উপলক্ষে রাঁচি তেকে ৮০ কিলোমিটার দূরে অবস্থিত পেটারওয়ার থানার খেতকো গ্রামের বাসিন্দারা একটি শোভাযাত্রা বের করেছঢ়িলেন। ওই শোভাযাত্রায় বেশ কয়েকটি পতাকা লোহার ডান্ডার সঙ্গে বাঁধা ছিল। শোভাযাত্রা কিছুদূর এগোনোর পরেই ১১ হাজার কেভি ক্ষমতাসম্পন্ন বিদ্যু‍ৎবাহী তারের সংস্পর্শে আসে ওই লোহার ডান্ডা। সঙ্গে সঙ্গেই তড়িদাহত হন বেশ কয়েকজন। সঙ্গে সঙ্গেই তড়িদাহতদের উদ্ধার করে স্থানীয় এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চার জন মৃত্যুর কোলে ঢলে পড়েন। আটজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বোকারো জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পরেই শোভাযাত্রা বন্ধ করে দেন স্থানীয় বাসিন্দারা। শোভাযাত্রার আয়োজকদের অভিযোগ, আগেভাগে জানানো সত্বেও বিদ্যু‍ৎ দফতরের পক্ষ থেকে হাইটেনশন লাইনের বিদ্যু‍ৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়নি। যদিও অভিযোগ মানতে চাননি বিদ্যু‍ৎ দফতরের আধিকারিকরা।