জেলা

দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে আগুনে পুড়ে ছাই গোটা প্লাস্টিক কারখানা

বারুইপুরের মল্লিকপুর আকনায় প্লাস্টিক কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভয়াবহ ক্ষতির মুখে পড়লেন কারখানার কর্মীরা। পুজোর মুখে কাজ হারিয়ে দুশ্চিন্তায় কয়েক হাজার পরিবার। দমকলের ১৫টি ইঞ্জিন কাজ করে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এনেছে। তবে পকেট আগুন থানায় পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা সময় লাগবে বলে জানা গিয়েছে। দক্ষিণ ২৪ পরগনা বারুইপুরের মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের পাঁচঘোড়া মোড়ে একটি প্লাস্টিকের ব্যাগ তৈরির কারখানায় আগুন লাগে শনিবার রাত্রি সাড়ে আটটা নাগাদ। ২৪ ঘন্টায় শিফটিংয়ে কাজ চলে এই কারখানায়। বারুইপুর, মল্লিকপুর, সুভাসগ্রাম, চম্পাহাটি এলাকার ৩ হাজারেরও বেশী মানুষ কাজ করতেন। বহু মহিলাও কাজ করেন এই কারখানায়। দমকল সূত্রে জানা গিয়েছে, দমকলের ১৫টি ইঞ্জিন রোটেশানে কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে আনতে আজ সারাদিন লাগতে পারে বলে জানা গিয়েছে। সেক্ষেত্রে কারখানার পুরো ক্ষতির আশঙ্কা কর্মীদের।