নয়াদিল্লিঃ সপ্তদশ লোকসভা গঠনের পর ব্যাপক রদবদল করা হল সংসদীয় কমিটিতে। একটি ছাড়া বাদবাকি সব স্ট্যান্ডিং কমিটির মাথায় বিজেপি সাংসদদের মনোনীত করল সরকার। পাশাপাশি এল বহু নতুন মুখও। বাংলা থেকে সংসদীয় কমিটিতে স্থান পেয়েছেন ৯ বিজেপি সাংসদ। বিজেপি সাংসদ জয়ন্ত সিনহা ও পিপি চৌধুরিকে অর্থ ও বিদেশ মন্ত্রকের সংসদীয় কমিটির মাথায় বসানো হয়েছে। এতদিন এই পদে ছিলেন কংগ্রেসের বীরাপ্পা মইলি ও শশী থারুর। শশী থারুরকে রাখা হয়েছে তথ্য প্রযুক্তি মন্ত্রকের সংসদীয় কমিটির মাথায়। পাশাপাশি, এতদিন রাহুল গান্ধী ছিলেন বিদেশ মন্ত্রকের সংসদীয় কমিটিতে। তাঁকে সেখান থেকে সরিয়ে নিয়ে আসা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের কমিটিতে। যার মাথায় রয়েছেন বিজেপি সাংসদ জুয়াল ওরাম।অন্যদিকে, ডেরেক ও’ব্রায়েনকে সরিয়ে পরিবহণ, পর্যটন ও সংস্কৃতি মন্ত্রকের সংসদীয় কমিটির মাথায় আনা হয়েছে বিজেপি সাংসদ ভেঙ্কটেশকে। উল্লেখ্য, সম্প্রতি বিজেপিতে যোগ দেন তেলেগু দেশম পার্টির নেতা ভেঙ্কটেশ। ডেরেক ও’ব্রায়েনকে পর্যটন ও সংস্কৃতি মন্ত্রকের সংসদীয় কমিটি থেকে সরিয়ে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের সংসদীয় কমিটির সদস্য করা হয়েছে। যার মাথায় রয়েছেন বিজেপি সাংসদ সত্যনারায়ণ জাতীয়। উল্লেখ্য, এর আগে দুটি সংসদীয় কমিটির মাথায় ছিলেন কংগ্রেস সাংসদরা। এখন এই রদবদলের পর মাত্র একটি সংসদীয় কমিটির মাথায় থাকছেন কংগ্রেস সাংসদ।অন্যদিকে, সংসদীয় কমিটিতে স্থান পেয়েছেন বাংলার ৯ বিজেপি সাংসদ। স্বরাষ্ট্রমন্ত্রকের কমিটিতে রয়েছেন দিলীপ ঘোষ। বাণিজ্য মন্ত্রকের কমিটিতে স্থান পেয়েছেন শান্তনু ঠাকুর ও রাজ্যসভার সাংসদ রূপা গাঙ্গুলি। মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের সংসদীয় কমিটিতে রয়েছেন জগন্নাথ সরকার। স্বাস্থ্য ও পরিার বিষয়ক সংসদীয় কমিটিতে আছেন ড. সুভাষ সরকার। লকেট চট্টোপাধ্যায়, সুকান্ত মজুমদার ও নিশীথ প্রামাণিককে রাখা হয়েছে তথ্য প্রযুক্তি মন্ত্রকের সংসদীয় কমিটিতে। একইসঙ্গে সংসদীয় কমিটিতে স্থান পেয়েছেন সাংসদ অর্জুন সিংও। সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট মন্ত্রকের কমিটিতে জায়গা দেওয়া হয়েছে বারাকপুরের সাংসদকে।