দিল্লির AIIMS হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড। সোমবার বেলায় আচমকাই আগুনের শিখা দেখা যায় AIIMS হাসপাতাল বিল্ডিংয়ে। জানা গিয়েছে, বিল্ডিংয়ের এন্ডোস্কোপি বিভাগে এই আগুন লেগেছে। ইতিমধ্যেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকলের আটটি ইঞ্জিন। আতঙ্ক ছড়িয়ে পড়েছে রোগীদের মধ্যে। ইতিমধ্যেই একাধিক রোগীকে বের করে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। হুড়োহুড়ি পড়ে গিয়েছে রোগীদের আত্মীয়দের মধ্যেও। দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ হাসপাতালগুলির মধ্যে প্রথম সারিতে থাকা এই সুপার স্পেশ্যালিটি হাসপাতালে কী ভাবে ভয়াবহ আগুন লাগল, তা নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে, AIIMS হাসপাতালের যে এন্ডোস্কোপি রুমে আগুন লেগেছে তার পাশেই রয়েছে এমারজেন্সি ওয়ার্ড। ফলে আগুনের লেলিহান শিখা দেখে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে রোগী এবং হাসপাতাল কর্মীদের মধ্য। যদিও কর্তৃপক্ষ জানিয়েছে, তৎপরতার সঙ্গে এমারজেন্সি ওয়ার্ডের সমস্ রোগীদের বের করে নিয়ে যাওয়ার ব্যবস্থা হয়েছে।