মহালয়াতেই সূর্যগ্রহণ। জানা গিয়েছে, ভারত থেকে দেখা না গেলেও ভারতে দেখা না গেলেও, কানাডা, উত্তর আমেরিকা, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, মেক্সিকো, আর্জেন্টিনা, কলোম্বিয়া, কিউবা, পেরু, উরুগুয়ে, ব্রাজিল, ডোমিনিকা, বাহামা থেকে সূর্যগ্রহণ দেখা যাবে। সেদিন বিশ্বের বেশ কিছু প্রান্তের আকাশ ঘনীভূত হবে বলয়গ্রাসে। শতবর্ষের ইতিহাসে এই প্রথম। আর সাধারণ মানুষের উদ্বেগের কারণই হল, দিনটা দেবীপক্ষের সূচনা। পিতৃতর্পণের যে প্রথা অনন্তকাল ধরে চলে আসছে, সূর্যগ্রহণে সেই রীতি পালনে কোনও প্রভাব পড়বে না তো? এখানেই আশ্বস্ত করছেন জ্যোতিষ শাস্ত্রবিদরা। তাঁরা বলছেন, ভারতে এই সূর্যগ্রহণ অদৃশ্য। ফলে তর্পণের রীতি পালনে কোনও বাধা নেই।আগামী ১৪ অক্টোবর। অমাবস্যা তিথিতে পিতৃতর্পণের ধুম থাকবে ঘাটে ঘাটে। ভারতীয় সময় রাত ৮টা ৩৪ মিনিটে গ্রহণ স্পর্শ করবে। আর শেষ হবে মধ্যরাত ২টা ২৫ মিনিটে।বিগত ১০০ বছরের ইতিহাসে কখনও মহালয়ার দিন সূর্যগ্রহণ পড়েনি। ফলে এটিকে বিরল সূর্যগ্রহণ বলেই গণ্য করা হচ্ছে।আগামী ১৪ অক্টোবর রাত ৮টা ৩৪ মিনিটে গ্রহণ লাগবে। গ্রহণ ছাড়বে তার পরেরদিন মধ্য়রাতে, ২টো ২৫ মিনিটে। তবে ভারতে সেই সময় রাত থাকায় সূর্যগ্রহণ দেখা যাবে না।