বড় স্বস্তি তৃণমূল বিধায়ক শওকত মোল্লার। কলকাতা হাইকোর্টে তাঁর সম্পত্তি নিয়ে দায়ের হওয়া একটি মামলা এদিন খারিজ করে দিলেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। মামলাটি দায়ের করেছিলেন আইনজীবী পৃথবিজয় দাস। মামলাটি জনস্বার্থ হিসাবে দায়ের করা হয়েছিল। মামলায় দাবি করা হয়, বিধায়ক পদ পাওয়ার পর মাত্র দু বছরে শওকতের বিপুল পরিমাণে সম্পত্তি বেড়েছে। স্ত্রী, ছেলে, মেয়ে, ভাই এবং পরিবারের একাধিক সদস্যর নামে সম্পত্তি কিনেছেন তিনি। কোথা থেকে তিনি এত টাকা পেলেন সেটা জানার জন্যই এই মামলা দায়ের করা হয়। একই সঙ্গে সেই অনুসন্ধানের জন্য ইডি, সিবিআই, আয়কর বিভাগ-কে দায়িত্ব দেওয়ার আর্জিও জানানো হয়েছিল।