একাধিক দাবি নিয়ে শিয়ালদহ মেন শাখার মদনপুর স্টেশনে রেল অবরোধ করলেন স্থানীয় যাত্রীরা। মঙ্গলবার সকালে অবরোধের জেরে গেদে, কৃষ্ণনগর এবং শান্তিপুর শাখার সমস্ত আপ এবং ডাউন ট্রেন চলাচল প্রায় বন্ধ। প্রায় তিন ঘণ্টা ধরে শিয়ালদহ মেন শাখার কাকিনাড়া, নৈহাটি, শ্যাম নগর, হালিশহর–সহ বিভিন্ন স্টেশনে ট্রেন দাঁড়িয়ে ছিল। চরম ভোগান্তির মুখে পড়েছেন নিত্যযাত্রীরা। প্রতিটি ট্রেনই কমপক্ষে ৩০ মিনিট দেরিতে চলছে। ডাউনে ট্রেনের থেকে আরও বেশি সমস্যার মুখে আপ ট্রেনের যাত্রীরা। স্থানীয় সূত্রে খবর, মদনপুর স্টেশনে সমস্ত ট্রেন দাঁড় করানোর দাবিতে সকাল সাড়ে ৭টা থেকে এই বিক্ষোভ অবরোধ শুরু করেন এলাকার নিত্যযাত্রীরা। তাঁদের দাবি, সকালের দিকে মদনপুর স্টেশনে সব ট্রেন দাঁড়ায় না। কয়েকটি লোকাল ট্রেন দাঁড়ালেও সকালের দিকে যে গ্যালপিং ট্রেনগুলি থাকে, সেগুলি মদনপুর স্টেশনে দাঁড়ায় না। ফলে সমস্যায় পড়তে হয় মদনপুর স্টেশন হয়ে যাতায়াত করা নিত্যযাত্রীদের। তাছাড়া দিনের ব্যস্ত সময়, যখন বেশি ভিড় হওয়ার সম্ভাবনা, তখন এই লাইনে দেওয়া হয় মেমু ট্রেন। দিনের ব্যস্ত সময়ে ১২ বগির ট্রেন দেওয়ার দাবি উঠেছে অবরোধকারীদের তরফে। অবরোধকারীদের অভিযোগ, বহু দিন ধরে এই সমস্যার কথা তাঁরা রেল কর্তৃপক্ষকে জানালেও কোনও লাভ হয়নি। তাই মঙ্গলবার সকাল থেকেই অবরোধ করতে মদনপুর স্টেশনের রেল লাইনে নামেন সাধারণ মানুষ। রেল কর্তৃপক্ষের তরফে দ্রুত সমস্যার সমাধান করার আশ্বাস না দেওয়া হলে এই অবরোধ চলবে বলে জানিয়েছেন তাঁরা।