জেলা

ঠাকুরনগরে ফেরার পথে দুর্ঘটনার কবলে বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের কনভয়

দুর্ঘটনার কবলে বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের কনভয়। যশোর রোডে তাঁর কনভয়ের পিছনের একটি গাড়িতে ধাক্কা দেয় একটি ট্রাক। দুর্ঘটনায় যদিও হতাহতের খবর নেই। সূত্রের খবর, দুর্ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধে নাগাদ। দিল্লি থেকে দমদম বিমানবন্দরে নেমে, সেখান থেকে ঠাকুরনগরে ফিরছিলন শান্তনু ঠাকুর। অশোকনগরের মানিকতলা এলাকায় যানজটের মাঝেই তাঁর কনভয় খানিকক্ষণ দাঁড়িয়েছিল। সেই সময় আচমকা কনভয়ের পিছনের একটি গাড়িতে এসে ট্রাকটি ধাক্কা মারে। যদিও তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী পুলিশকে জানিয়েছেন, গুমা থেকে ট্রাকটি তাঁর কনভয়ের পিছু নিয়েছিল। যদিও তিনি কোনও অভিযোগ দায়ের করেননি। কিন্তু চালকের কী উদ্দেশ্য ছিল, তা পুলিশকে খতিয়ে দেখতে বলেছেন।