তেলাঙ্গানার খাম্মামের জনসভা থেকে কংগ্রেস ও রাজ্যের শাসকদল ভারত রাষ্ট্রীয় সমিতিকে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ । কংগ্রেসকে ফোর জি ও বিআরএসকে ২জি পার্টি বলে কটাক্ষ করেন তিনি। রবিবার বিকেলে খাম্মামের জনসভায় বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ বলেন, “কংগ্রেস পার্টি হল ফোর জি পার্টি যার মানে চার জেনারেশন বা প্রজন্মের দল (জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী এবং রাহুল গান্ধী। আর বিআরএস হল টু জি পার্টি মানে টু জেনারেশন পার্টি (কেসিআর এবং পরে কেটিআর)। কিন্তু, এবার না টু জি জিতবে না ফোর জি জিতবে কারণ এবার তেলাঙ্গানায় ক্ষমতায় আসার সময় বিজেপির (BJP)।”