কলকাতা

হাইকোর্টে ফের ধাক্কা খেল শুভেন্দু, যাদবপুরের পর এবার দত্তপুকুরের বাজি কারখানায় বিস্ফোরণের মামলা খারিজ আদালতে

দত্তপুকুর বিস্ফোরণের ঘটনায় শুভেন্দু অধিকারীর দায়ের করা মামলা খারিজ করলেন প্রধান বিচারপতি ৷ গতকাল যাদবপুর ছাত্র মৃত্যুর মামলাও খারিজ করেছে কলকাতা হাইকোর্ট ৷ রবিবার দত্তপুকুরে এই ঘটনায় এনআইএ ও সিবিআই তদন্তের দাবিতে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জনস্বার্থ মামলার আবেদন করেছিলেন কলকাতা হাইকোর্টে ৷ আজ, মঙ্গলবার সকালে সেই মামলা খারিজ করে দিল প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ ৷ইতিমধ্যে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ ঘটনাস্থলে গিয়েছে ৷ তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে ৷ এই পরিস্থিতিতে এই ধরনের মামলা অপ্রাসঙ্গিক বলে মত কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ৷ তবে মামলাকারী চাইলে যথাযথ ফোরামে গিয়ে আবেদন জানাতে পারেন, নির্দেশ দিয়েছে আদালত ৷এদিন মামলার শুনানিতে এনআইএ-র তরফে আইনজীবী বিল্বদল ভট্টাচার্য বলেন, আমাদের টিম ঘটনাস্থলে কাজ করছে ৷ এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্ট যুক্ত করা হয়েছে ৷ তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে ৷ এরপর প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম আর রাজ্যের অ্যাডভোকেট জেনারেল ও কেন্দ্রের অ্যাডিশনাল সলিসিটর জেনারেলের বক্তব্য শোনেননি ৷ তিনি বলেন, এমন নয় যে ঘটনাটি বহুদিন আগে ঘটেছে, কিন্তু তদন্ত শুরু হয়নি ৷ তদন্ত শুরু হয়েছে যখন, তারা তাদের কাজ করুক ৷ এরপরই মামলা খারিজ করেন প্রধান বিচারপতি ৷ এর আগে সোমবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর ঘটনায় শুভেন্দু অধিকারীর দায়ের করা একটি মামলায় বিরক্তি প্রকাশ করেন প্রধান বিচারপতি ৷ তিনি জানান, ঘটনাস্থলের সত্যতা না-জেনে সংবাদপত্রের রিপোর্টের ভিত্তিতেই মামলাটি দায়ের করা হয়েছে ৷ এরপর আজ দত্তপুকুর বিস্ফোরণের ঘটনায় শুভেন্দু অধিকারীর দায়ের করা মামলাও অপরিণত বলে খারিজ করলেন তিনি ৷দত্তপুকুরের বেআইনি বাজি কারখানা বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে ৷ বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে, মানুষের দেহ ছিন্ন ভিন্ন হয়ে এদিক ওদিক ছড়িয়ে পড়ে ৷ পাশাপাশি সেখানে একাধিক ল্যাবরেটরিতে কী হত, তা নিয়েও প্রশ্ন উঠেছে ৷”