জেলা

সাঁতরাগাছি থেকে দিঘা স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল দক্ষিণ-পূর্ব রেল

যাত্রীদের কথা মাথায় রেখে সাঁতরাগাছি-দীঘা স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল দক্ষিণ-পূর্ব রেল।  শনিবার সাঁতরাগাছি থেকে রাত ১১টা ৪৫ মিনিটে ছাড়বে স্পেশাল ট্রেনটি। সেটি রাত সাড়ে তিনটে নাগাদ দিঘায় পৌঁছবে। একইভাবে ৯ সেপ্টেম্বর এই স্পেশাল ট্রেন একই রুটে যাত্রা করবে। দীঘা থেকে ফেরার জন্য তিন এবং ১০ আগস্ট এই স্পেশাল ট্রেন পাবেন যাত্রীরা।  ফিরতি পথে ট্রেনটি দিঘা থেকে সকাল ৮টায় ছাড়বে। বেলা ১২টা ১০ মিনিটে সাঁতরাগাছি স্টেশনে পৌঁছবে। এই ট্রেনে একটি এসি-থ্রি টিয়ার, ১০টি স্লিপার ক্লাস, দু’টি জেনারেল সেকেন্ড ক্লাস এবং একটি সেকেন্ড ক্লাস চেয়ার কার থাকবে। ট্রেনটি থামবে উলুবেড়িয়া, বাগনান, মেচেদা, তমলুক, দেশপ্রাণ এবং কাঁথি স্টেশনে।