কলকাতা

‘নজর ঘোরাতেই ইন্ডিয়া VS ভারত বিতর্ক তৈরি করছে বিজেপি’, কটাক্ষ অভিষেকের

নজর ঘোরাতেই ইন্ডিয়া VS ভারত বিতর্ক তৈরি করছে বিজেপি’। সোশ্যাল মিডিয়ায় এবার তোপ দাগলে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর মতে, ‘নজর দেওয়া হোক আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি, দ্রুতগতির মুদ্রাস্ফীতিতে। নজর দেওয়া হোক সাম্প্রদায়িক হিংসা, বেকারত্ব, সীমান্ত সমস্যার দিকে’। মোদি জমানায় বদলে গিয়েছে দেশের বহু গুরুত্বপূর্ণ রাস্তা, শহর, এমনকী, রেলস্টেশনের নামও। এবার নজর দেশের নামের দিকে! আগামী ১৮ সেপ্টেম্বর বসতে চলেছে সংসদের বিশেষ অধিবেশন। রাজনৈতিক মহলে জোর জল্পনা, সেই অধিবেশনেই আমাদের দেশের নাম ইংরেজিতে ইন্ডিয়ার বদলে ভারত করার প্রস্তাব করা হতে পারে। গতকাল, বুধবারই বিষয়টি প্রথম প্রকাশ্যে আনেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। এদিকে আশিয়ান সম্মেলনে যোগ দিতে ইন্দোনেশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সফরের সরকারি নোটেও ইংরেজি লেখা, ‘প্রাইম মিনিস্টার অব ভারত’। কেন দেশের নাম বদল? বিজেপিকে নিশানা করলেন অভিষেক। এর আগে, দেশের নাম পরিবর্তনে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিক্ষক দিবসের অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমি শুনলাম ইন্ডিয়া-র নাম বদল করে দিচ্ছে। জি ২০-র ডিনারের জন্য মাননীয় রাষ্ট্রপতির নামে যে কার্ড হয়েছে তাতে লেখা রয়েছে ‘ভারত’। আরে ভারত তো আমরা বলি। এতে নতুনত্বের কী আছে? ইংরোজিতে বলি ইন্ডিয়া, ইন্ডিয়ান কনস্টিটিউশন। হিন্দিতে বলে ভারত কা সংবিধান। কিন্তু ইন্ডিয়া নামে গোটা বিশ্ব আমাদের চেনে। হঠাত্ এমন কী হল যে দেশের নামটাও বদল হয়ে যাচ্ছে? হয়তো একদিন রবি ঠাকুরের নাম বদল হয়ে যাবে?