পুজোর আগে রাজ্যের বিধায়কদের বেতন বৃদ্ধির সুখবর শুনিয়েছেন মুখ্যমন্ত্রী । একধাক্কায় ৪০ হাজার টাকা বেতন বাড়ছে তাঁদের। এতদিন মাসে ১০ হাজার টাকা বেতন পেতেন তাঁরা। এবার তা বেড়ে দাঁড়াল মাসিক ৫০ হাজার টাকা। পূর্ণমন্ত্রীরা পাবেন এবার থেকে দেড় লক্ষ টাকা। প্রতিমন্ত্রীদের বেতন বেড়ে দাঁড়াল ১ লক্ষ ২১ লক্ষ টাকা। কিন্তু এই বর্ধিত বেতন গ্রহণ করতে রাজি নন বিজেপি বিধায়করা। বৃহস্পতিবার রাজভবনে দাঁড়িয়ে এ বিষয়ে বিরোধী দলনেতাকে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট জানান, ”বাড়তি ভাতা আমরা চাই না।” পয়লা বৈশাখেই ‘বাংলা দিবস’ (Bangla Divas) পালিত হবে, এই প্রস্তাব বিধানসভায় পাশ হয়েছে বৃহস্পতিবার। ১৬৭-৬২ ভোট পড়েছে। এরপরই বিরোধী দল পূর্বঘোষণামতো রাজভবনে (Rajbhaban) যায়। রাজ্য সরকারের তরফে প্রস্তাবে সইয়ের জন্য রাজ্যপালের কাছে পাঠানো হলে তিনি যেন সই না করেন, এই আবেদন ছিল শুভেন্দু অধিকারী-সহ বিজেপি বিধায়কদের। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন শুভেন্দু। তাঁকে বেতন বৃদ্ধি (Salary Hike) নিয়ে প্রশ্ন করা হলে সাফ জানান, ”আমরা বারবারই বলে আসছি, আশা কর্মী, সিভিক ভলান্টিয়ারদের সম কাজে সম বেতন নীতি করা হোক। ৫০০, ১০০০-এর ভাগাভাগি না করে সব মহিলার জন্য মাসে ২০০০ টাকা দেওয়া হোক। এই বাড়তি বেতন দিয়ে সেসব করা হোক। আমাদের বাড়তি ভাতা চাই না।”