শনিবার দপুরে আচমকাই সময় বেঁধে দিয়ে রাজ্যপাল অ্যাকশন দেখার জন্য মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করতে বলেছিলেন। টানটান উত্তেজনার মাঝেই শনিবার রাত ১১টা ৪২ মিনিটে রাজভবনের তরফে জানানো হয়, রাজ্য এবং কেন্দ্রীয় সরকারকে রাজ্যপাল সিভি আনন্দ বোস দুটি গোপন চিঠি পাঠিয়েছেন। বন্ধ খামের ভেতর থাকা দুই চিঠি নিয়েই কৌতূহলের পারদ চড়ছিল। প্রশ্ন ঘুরছিল, গোপন চিঠিতে কী লিখেছেন তিনি? সোমবার রাজ্যপাল বলেন, তিনি চিঠি পাঠিয়েছেন। সঙ্গেই কৌতূহল বজায় রেখে বললেন, ‘এখন চিঠির বিষয় নিয়ে আলোচনা করার সময় নয়। মুখ্যমন্ত্রী বিদেশ যাচ্ছেন, তাঁকে আমি নতুন করে টেনশন দিতে চাই না। তিনি ফিরে আসার পর কথা হবে।’ চিঠি প্রসঙ্গে খোলসা করে তিনি যেমন কিছু জানাননি, তেমন একই সঙ্গে জানিয়েছেন, জুনিয়র অ্যাপয়ন্টির বক্তব্যের কোনও জবাব তিনি দেবেন না।