ফুটবল দিয়ে স্পেন সফর শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, সোমবার লা লিগার তরফে এক্সে একটি তালিকা দেওয়া হয়েছে। তাতে উল্লেখ রয়েছে আগামী ১৪ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক রয়েছে। সূত্রের খবর, আগামী ১৪ সেপ্টেম্বর মাদ্রিদে লা লিগার প্রেসিডেন্ট হাভিয়ার তেভাজের সঙ্গে বৈঠকে বসতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত রাজ্যে বিনিয়োগ টানতেই আগামি,কাল স্পেন সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। যার শুরুটা হতে চলেছে রাজ্যে খেলাধুলায় বিনিয়োগ দিয়ে।