গত ৭ জুলাই দেশের দু’টো রুটে সেমি-হাইস্পিড ট্রেন চালু করা হয়েছিল। তারপর প্রায় দু’মাস কেটে গেলেও এ ব্যাপারে কার্যত নীরব কেন্দ্রীয় সরকার। কিন্তু বিশেষ করে ভোটমুখী রাজ্যগুলির কথা মাথায় রেখে ফের বন্দে ভারত ট্রেনের উদ্বোধনে ঝাঁপাতে চলেছে মোদি সরকার। রেল সূত্রের খবর, ইতিমধ্যেই দেশের নতুন ছ’টি রুটে বন্দে ভারত ট্রেন চালানোর সিদ্ধান্ত একপ্রকার চূড়ান্ত করে ফেলা হয়েছে। এক্ষেত্রে ভোটমুখী রাজ্যগুলিকে নজরে রাখা হয়েছে ঠিকই। যদিও আগামী লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে আম বাঙালির মন জিততেও মরিয়া মোদি সরকার। মূলত সেই কারণেই সম্ভাব্য ছ’টি রুটের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে হাওড়া-পাটনাকেও। পুজোর আগেই এর উদ্বোধন হবে। শীঘ্রই ছ’টি রুটে বন্দে ভারত ট্রেনের উদ্বোধনের দিনক্ষণ ঘোষণা করা হবে বলে খবর। সম্ভাব্য সবক’টি রুটে একসঙ্গে সেমি হাইস্পিড ট্রেনের উদ্বোধন অবশ্য হচ্ছে না। রেলমন্ত্রকের শীর্ষ সূত্রে এ খবর জানা যাচ্ছে। বিষয়টি নিয়ে সরকারিভাবে রেল বোর্ডের কোনও আধিকারিক মন্তব্য করেননি। রেল সূত্রের খবর, সম্ভাব্য ছ’টি রুটের অধিকাংশই বাছা হয়েছে বিধানসভা ভোটমুখী রাজ্যের দিকে তাকিয়ে। সম্ভাব্য তালিকায় রয়েছে ইন্দোর (মধ্যপ্রদেশ)-জয়পুর (রাজস্থান), জয়পুর-উদয়পুর (রাজস্থান), জয়পুর-চণ্ডীগড়, পুরী-রাউরকেল্লা এবং হাওড়া-পাটনা। জানা যাচ্ছে, এহেন আবহেই আরও তিনটি বন্দে ভারতের রুট নিয়েও আলোচনা চালাচ্ছে রেলমন্ত্রক। এবং সেগুলির প্রতিটিই ভোটমুখী রাজ্যের কথা মাথায় রেখে। যদিও অতিরিক্ত তিনটি সম্ভাব্য রুটের নাম নিয়ে এখনও জল্পনা চলছে। হাওড়া-পাটনা রুটে বন্দে ভারত এক্সপ্রেস চালু হলে বাংলায় মোট চারটি সেমি হাইস্পিড ট্রেন পাবেন আমবাঙালি। কারণ ইতিমধ্যেই হাওড়া-এনজেপি, হাওড়া-পুরী এবং এনজেপি-গুয়াহাটি রুটে বন্দে ভারত এক্সপ্রেস চলছে। এই মুহূর্তে সারা দেশের মোট ২৫টি রুটে বন্দে ভারত এক্সপ্রেস চলছে।