আদালতে ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন প্রধান ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করল দিল্লি পুলিশ। আজ আদালতে এই মামলার শুনানি ছিল। যদিও দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের নির্দেশে আদালতে হাজিরা দেওয়া থেকে বেঁচে যান অভিযুক্ত সাংসদ। কিন্তু দিল্লি পুলিশ তাঁর বিরুদ্ধে আদালতে একাধিক মন্তব্য করে। পুলিশেরআইনজীবী জানান, ব্রিজভূষণ মহিলা কুস্তিগিরদের যৌনহেনস্তা করার কোনও সুযোগই ছাড়তেন না। তাঁদের কাছে অভিযুক্তের বিরুদ্ধে পর্যাপ্ত তথ্যপ্রমাণও রয়েছে বলে জানিয়েছে পুলিশ। উজবেকিস্তানের একটি ঘটনার কথা উল্লেখ করে পুলিসের বক্তব্য, ব্রিজভূষণ ভালোমতোই জানতেন তিনি কী করছেন।