কলকাতা

এসএসকেএম হাসপাতালে দালাল চক্র! অভিযানে ‘বড়’ সাফল্য পেল কলকাতা পুলিশ, গ্রেফতার ৩

রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে দালালরাজের অভিযোগ দীর্ঘদিনের। টাকার বিনিময়ে রোগী ভর্তি ও বেড পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে। ফের রাজ্যের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএম-এ দালালরাজের হদিশ। সোমবার এসএসকেএম হাসপাতাল থেকে দালাল সন্দেহে ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনার পর ফের একবার রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে দালাল দৌরাত্ম্য প্রকাশ্যে এল। সোমবার এসএসকেএম হাসপাতালে অভিযান চালায় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। সেই সময়ই ওই তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম অভিষেক মল্লিক (২৩), অভয় বাল্মীকি (২০) ও দেব মল্লিক (১৯)। ধৃতরা প্রত্যেকেই ভবানীপুর থানা এলাকার বাসিন্দা। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ড বিধির ১২০ বি, ৪২০ ও ৫০৬ ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃতদের জেরা করে এই ঘটনার সঙ্গে কারা যুক্ত, তা জানার চেষ্টা করছে পুলিশ।

সম্প্রতি রাজ্যের আরও এক সরকারি হাসপাতালে দালালরাজের অভিযোগ তুলে সরব হয় কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র । সাগরদত্ত হাসপাতালের দালালচক্র নিয়ে প্রকাশ্যে সরব হন তৃণমূল বিধায়ক। এমনকী পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিধায়ক।