দেশ

নিখোঁজ ২ পড়ুয়ার মৃত্যু ঘিরে ফের উত্তপ্ত মণিপুর, বন্ধ ইন্টারনেট পরিষেবা

নিখোঁজ ২ পড়ুয়ার মৃতদেহের ছবি ভাইরাল হতেই ফের উত্তপ্ত পরিস্থিতি মণিপুরে। বিক্ষোভের উত্তাপ ছড়াতেই রাজ্যে আবারও ইন্টারনেট পরিষেবা বন্ধের নির্দেশ দিল মণিপুর সরকার। মঙ্গলবার থেকে আগামী ৫ দিন অর্থাৎ ১ অক্টোবর পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে মণিপুরে। ১ অক্টোবর সন্ধে ৭টা ৪৫ মিনিট পর্যন্ত জারি থাকবে এই নিষেধাজ্ঞা। মঙ্গলবার পড়ুয়ার মৃত্যু ঘিরে ইম্ফল ফের উত্তপ্ত হয়ে ওঠে। ৬ জুলাই থেকে মেইতেই গোষ্ঠীর ১৭ ও ২০ বছরের দুই পড়ুয়া নিখোঁজ ছিলেন। সম্প্রতি তাঁদের মৃতদেহের ছবি ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। জঙ্গলে দু’জনের দেহ পড়ে রয়েছে, এমন একটি ছবি সরকারের কাছেও পৌঁছেছে। এই ছবি ছড়িয়ে পড়তেই বিক্ষোভ দেখান মেইতেই গোষ্ঠীর বাসিন্দারা। হিংসার ঘটনা রুখতে, যাতে ভুয়ো খবর না রটে, সে কারণেই ইন্টারনেট পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।