ইরাকের নিনেভেহ প্রদেশের হামদানিয়া জেলায় একটি বিয়ের অনুষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনায় ১০০ জনেরও বেশি লোক নিহত এবং ১৫০ জন আহত হয়েছে। এই ঘটনায় বুধবার ভোরবেলা পর্যন্ত একটি বাড়িতে পোড়া দেহাবশেষের খোঁজ চালিয়ে যাচ্ছে সিভিল ডিফেন্স। নিনভেহ-র ডেপুটি গভর্নর হাসান আল-আলাক জানিয়েছেন যে ১১৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সরকারি মিডিয়া মৃতের সংখ্যা কমপক্ষে ১০০ বলে জানিয়েছে এবং ১৫০ জন আহত হয়েছে।