কলকাতা

মালা রায়ের সমর্থনে নজরুল মঞ্চে কর্মী সভা

কলকাতাঃ দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের প্রার্থী মালা রায়ের সমর্থনে নজরুল মঞ্চে কর্মী সভার আয়োজন করা হয়েছিল। এই কর্মী সভায় মূলত কি ভাবে নির্বাচন করতে হবে সে বিষয়ে সব নেতারা কর্মীদের অবহিত করেন। সুব্রত বক্সী,পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, শোভন দেব চট্টোপাধ্যায়, দেবাশীষ কুমার, মালা রায় সহ দক্ষিণ কলকাতার সমস্ত স্তরের নেতা কর্মীরা এ সভায় উপস্তিত ছিলেন। ৫ লক্ষ মার্জিনে জয়লাভ করার অঙ্গীকার নেতৃত্বের। কেন্দ্রীয় বাহিনী নিয়ে ফের কটাক্ষ ফিরহাদ হাকিম এর। পক্ষপাতিত্ব করে বিজেপি কেন্দ্রীয় বাহিনী আনিয়ে ভোট করতে চাইছে বলে জানান ফিরহাদ হাকিম, তিনি বলেন যে ২০১৬ সালে আমাকে চোর বানিয়ে দেওয়া হয়েছিল, বিজেপি শুধু কুৎসার রাজনীতি করে, ওদের থেকে দূরে থাকুন। পার্থ চট্টপাধ্যায় বলেন আর জিরবার সময় নেই, যুদ্ধে জয়লাভ না করা পর্যন্ত ময়দান ছাড়লে চলবে না। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি বলেন কেন্দ্রীয় বাহিনী এসে ভোটারদের ভয় দেখাচ্ছে এটা ঠিক নয়, আমরা এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব। লড়াই ত্রিপাক্ষিক হবে বলে মনে করা হছে সিপিএম, বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে, এখন দেখার কে কার ঝুলিতে কতটা ভোট টানতে পারল, অপেক্ষা ২৩শে মে পর্যন্ত। দেখুন ভিডিও –