সরিয়ে দেওয়া হল ইডি’র তদন্তকারী অফিসার মিথিলেশকুমার মিশ্রকে। তিনি প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত করছিলেন। শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা তাঁকে তদন্ত থেকে সরিয়ে দেন। একইসঙ্গে বাংলায় কোনও তদন্তে তিনি থাকতে পারবেন না বলেও নির্দেশ দিয়েছেন বিচারপতি। ইডির ডিরেক্টরকে দ্রূত নতুন অফিসার নিয়োগ করতেও বিচারপতি নির্দেশ দিয়েছেন। বিচারপতি জানিয়েছেন, মিথিলেশ তদন্ত করতে সক্ষমই নয়। এর আগেই অভিষেক ব্যানার্জির সম্পত্তির খতিয়ান নিয়ে ইডির দেওয়া বিবরণ নিয়ে মিথিলেশের ওপর অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি অমৃতা সিনহা। ইডির এই আধিকারিককে জিজ্ঞাসা করেন তিনি তদন্ত থেকে অব্যাহতি চান কি না। বিচারপতির তীব্র সমালোচনার মুখে পড়তে হয় মিথিলেশকে। শেষপর্যন্ত তাঁকে সরিয়েই দিলেন বিচারপতি।