মহারাষ্ট্রে একদিনে সরকারি হাসপাতালে মৃত ২৪ জন। তার মধ্যে ১২ জন সদ্যোজাত। হাসপাতাল কর্তৃপক্ষের সাফাই, পর্যাপ্ত পরিমাণে ওষুধ ও কর্মী না থাকার কারণেই এই ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, মাত্র ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রের নান্দের জেলায় শংকররাও চৌহান সরকারি হাসপাতালে মৃত্য হয়েছে ২৪ জনের। এর মধ্যে রয়েছে ১২টি সদ্যোজাত। তাদের মধ্যে ছয় জন পুত্র ও ছয় জন কন্যা সন্তান। মৃত্যুর কারণ বেশিরভাগ ক্ষেত্রেই সাপের কামড়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, পর্যাপ্ত ওষুধের জোগান না থাকাতেই এই বিপত্তি। এছাড়াও হাসপাতালের ডিনের বক্তব্য, পর্যাপ্ত পরিকাঠামো নেই। ওষুধের জোগান নেই সেই অর্থে কিছুই। স্বাস্থ্যকর্মীর অভাব রয়েছে। প্রসঙ্গত, ৭০ থেকে ৮০ কিলোমিটার দূর থেকে রোগীরা এই হাসপাতালে আসেন। জানা গেছে যে ১২ জন বয়স্ক মারা গেছেন, তাদের মধ্যে পাঁচ জন পুরুষ ও সাত জন মহিলা। এই ঘটনায় একনাথ শিন্ডে সরকারকে একহাত নিয়েছে এনসিপি। দলের মুখপাত্র বিকাশ লোয়ান্ডে বলেছেন, ‘সরকারের লজ্জা হওয়া উচিত। জাঁকজমক করে উৎসবের বিজ্ঞাপন করা হচ্ছে। অথচ হাসপাতালে ওষুধ নেই। রোগীদের প্রাণ হারাতে হচ্ছে।’