Posted onAuthorবঙ্গনিউজComments Off on এবার কামারহাটি পুরসভায় ইডির অফিসাররা
পুর-নিয়োগ দুর্নীতির তদন্তে এই প্রথম কোনও মন্ত্রীর বাড়িতে চলছে তল্লাশি অভিযান। জানা যাচ্ছে, মন্ত্রীর বাড়ি সহ ১৩ জায়গায় চলছে তল্লাশি। পুর নিয়োগ তদন্তে গ্রেফতার হওয়া অয়ন শীলের বয়ানে প্রথম নাম উঠে আসে মন্ত্রীর বলে দাবি ইডি-র।