কলকাতা

রাজীব কুমার ইস্যুতে আলিপুর কোর্টে যাচ্ছে সিবিআই

কলকাতা: একের পর এক মামলা খারিজ হয়ে গেলেও কেউ যানেন না রাজীব কুমার এই মুহূর্তে কোথায় আছেন। মঙ্গলবার রাতভোর বৈঠকের পর বুধবার আলিপুর আদালতে যাচ্ছেন সিবিআইয়ের এক প্রতিনিধি দল। পাশাপাশি এও জানা যাচ্ছে রাজীব কুমারের আইনজীবীরাও উপস্থিত থাকতে পারেন আদালতে।মঙ্গলবার প্রায় দেড় ঘণ্টা বারাসাত আদালতে সওয়াল-জবাব চলে। তারপরই আগাম জামিনের আর্জি ফিরিয়ে বিচারক বলেন, এই মামলা দক্ষিণ ২৪ পরগনার অধীন। বারাসাত কোর্টের এক্তিয়ার নেই এনিয়ে রায় দেওয়ার। সিবিআই এবং রাজীব কুমার দুই তরফের মামলাকে আলিপুর আদালতে পাঠিয়ে দেওয়া হয়। তবে কেস ডিটেলস এখনও বারাসাত আদালতে থাকায় সম্পূর্ণ প্রক্রিয়া শুরু করা যাবে কিনা তা নিয়েও প্রশ্ন থেকেই যাচ্ছে।সূত্রের খবর, মাঝরাত পর্যন্ত সিবিআই সদর দফতরের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বারবারই কলকাতায় তদন্তকারি অফিসারদের প্রশ্নের মুখে পরতে হয় যে কেন রাজুব কুমারের খোঁজ পাওয়া যাচ্ছে না। এই প্রসঙ্গে সিবিআইয়ের নিজস্ব ইন্ট্যালিজেনস ব্যুরোর যোগ্যতা নিয়েও উঠেছে প্রশ্ন। তাই গ্রেফতারি পরোয়ানা ইস্যু করার আবাদন নিয়েই আলিপুর আদালতে যাচ্ছে সিবিআই।