কলকাতা

নির্ধারিত সময় শেষের আগেই ইডি দফতরে নথি পাঠালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ইডির তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে কিছু নথি চেয়ে পাঠানো হয়েছিল ৷ মঙ্গলবারের মধ্যে সেই নথি জমা দেওয়ার কথা ছিল ৷ কলকাতা হাইকোর্টের বেঁধে দেওয়া সময়সূচি শেষ হওয়ার আগেই সল্টলেক সিজিও কমপ্লেক্সে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এর দফতরে জমা দেওয়া হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নথিপত্র । নিয়োগ দুর্নীতি মামলায় ইডির তরফে অভিষেকের কাছে যে যে নথি চাওয়া হয়েছিল তা আজ অর্থাৎ মঙ্গলবারের মধ্যে জমা দেওয়ার কথা ছিল ৷ কিন্তু এদিন সারাদিন তাঁর তরফে কোনও নথি ইডি দফতরে জমা না পড়ায় বিষয়টি নিয়ে জল্পনা ছড়ায় ৷ এদিন নথি জমা না পড়লে বা আদালতের নির্দেশ অমান্য হলে ইডি আইন অনুযায়ী পদক্ষেপ করতে পারবে বলেও এদিন জানায় হাইকোর্ট ৷ তারপরেই, এদিন রাতে ইডির অফিসে জমা পড়ে অভিষেকের নথি ৷ইডি সূত্রের খবর, এদিন রাত সাড়ে নটা নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আইনজীবীর তরফে সিজিও কমপ্লেক্সে গিয়ে ইডি দফতরে প্রত্যেকটি নথিপত্র জমা দিয়ে আসা হয়েছে । সেই নথির মধ্যে রয়েছে হার্ড কপিও , এছাড়াও ই-মেলও নথি পাঠানো হয়েছে ।