জেলা

রানিগঞ্জের কয়লা খনিতে ভূমিধস, নিহত ৩ জন, নিখোঁজ ৪

বর্ধমান জেলার রানিগঞ্জের একটি কয়লা খনিতে ভূমি ধসে তিনজন নিহত এবং চারজন নিখোঁজ। ঘটনাটি রানিগঞ্জে ইসিএলের নারায়ণকুড়ি কয়লা খনিতে। দুর্গাপুর পুলিশ কমিশনার এসএস কুলদীপ জানিয়েছেন, খনির নিচ থেকে তিনটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহগুলিকে আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। গতকাল গভীর রাতে ঘটনাস্থলে পৌঁছেছিলেন। বৃহস্পতিবার সলাকে বিষয়টি নিয়ে তিনি বলেন, ‘এলাকায় দারিদ্র্যতা চরম পর্যায়ে। রাজ্য সরকারের সৌজন্যে কর্মসংস্থানের সুযোগ নেই। তাই এলাকার দরিদ্র মানুষের একটি অংশ কয়লা চোরাচালান ও অবৈধ খনির র‌্যাকেটে জড়িয়ে পড়ছে। তাঁরা ন্যূনতম সতর্কতা ছাড়াই খনিতে প্রবেশ করে।’ দুর্ঘটনার পর মৃত্যুর সঠিক পরিসংখ্যান না দেওয়ার অভিযোগও করেছেন স্থানীয় পুলিশের বিরুদ্ধে।