কলকাতা

বাংলাকে ফের কৃষিকর্মণ পুরস্কার, ট্যুইট মমতার

কলকাতাঃ বাংলার মুকুটে আবার নতুন পালক। ফের রাজ্যকে কৃষিকর্মণ পুরস্কার দিল কেন্দ্রীয় সরকার। এই নিয়ে টানা ছ’বার কেন্দ্রের এই পুরস্কার ছিনিয়ে নিল পশ্চিমবঙ্গ। যার জেরে স্বভাবতই উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এদিনই ট্যুইট করে কৃষিকর্মণ পুরস্কারের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মূলত রাজ্যে ভুট্টা উৎপাদনের স্বীকৃতি হিসেবে কেন্দ্রীয় কৃষিমন্ত্রক এই পুরস্কার রাজ্যের হাতে তুলে দিতে চলেছে। পুরস্কারের অআর্থিক মূল্য দুই কোটি টাকাও দেওয়া হবে রাজ্যকে। এই খবর মিলতেই ট্যুইট করে মুখ্যমন্ত্রী লেখেন, ‘আমি এই কথাটি জানাতে পেরে খুশি যে, পশ্চিমবঙ্গ মূলত ভুট্টা উৎপাদনের জন্য ২০১৭-১৮ অর্থবর্ষের জন্য ভারত সরকার কর্তৃক কৃষিকর্মণ পুরস্কারের জন্য আবার নির্বাচিত হয়েছে।’এর আগেও পাঁচ বার কৃষিকর্মণ পুরস্কার পেয়েছে পশ্চিমবঙ্গ। এমনকী গ্রামীণ বিদ্যুদায়নেও আইপিপিএআই পুরস্কার পেয়েছে রাজ্য। দিনকয়েক আগেই আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে রাজ্যের আরও দুই জনপরিষেবামূলক প্রকল্প ‘উৎকর্ষ বাংলা’ ও ‘সবুজসাথী’ প্রকল্প। ট্যুইট করে দেশবাসীকে শুভেচ্ছাও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।