পুজোর নবমীতেই বড় আপডেট দিল আবহাওয়া দফতর। দেশের মৌসম ভবনের সর্বশেষ রিপোর্টে উৎসবের মরশুমে মাথায় হাত। বঙ্গোপসাগর এবং আরব সাগরে ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি করল আবহাওয়া দফতর আইএমডি। আবহাওয়া বিশেষজ্ঞদের পূর্বাভাস বলছে আরব সাগর এবং বঙ্গোপসাগরের উপর দিয়ে জোড়া ঘূর্ণিঝড় তৈরি হবে প্রায় একইসময়ে। এমন বিরল ঘটনা ২০১৮ সালে শেষ ঘটেছিল বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। জানা যাচ্ছে বিরল এই ঘটনা সচরাচর ঘটতে দেখা যায় না দেশের আবহাওয়ায়। জানা যাচ্ছে ২০১৮ সালে ঘূর্ণিঝড়- লুবান এবং তিতলি- একই সময়ে যথাক্রমে আরব সাগর এবং বঙ্গোপসাগরের উপর দিয়ে গিয়েছিল। এবার একইরকম ঘটনা ঘটতে পারে ঘূর্ণিঝড় তেজ ও ঘূর্ণিঝড় হামুন তৈরি হলে। ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি)-র পূর্বাভাস অনুসারে, আরব সাগরে ‘তেজ’ নামে একটি ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে। অন্যদিকে ঘূর্ণিঝড় ‘হামুন’ ক্রমশ রূপ নিচ্ছে বঙ্গোপসাগরের বুকে।