জেলা

খড়্গপুরে ফুল বোঝাই গাড়িতে লরির ধাক্কা, মৃত ৬, গুরুতর জখম ৪

পশ্চিম মেদিনীপুর:  লক্ষী পুজোর সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল পাঁচ ফুল ব্যবসায়ী সহ ৬ জনের। ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও ৪জন। তাঁদের ইতিমধ্যে মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে, পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার অন্তর্গত বুড়ামালা বাজারে। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গিয়েছে, আজ সকালে বুড়ামালা বাজারে ৬ নং জাতীয় সড়কের ধারে বেশ কয়েকজন ফুল ব্যবসায়ী একটি গাড়ি দাঁড় করিয়ে ফুল বোঝাই করছিলেন। সেই সময় পিছন দিক থেকে দ্রুত গতিতে আসা একটি সিমেন্ট বোঝাই লরি সজোরে ওই ফুল বোঝাই গাড়িতে ধাক্কা মারে । তখনই রক্তাক্ত অবস্থায় ছিটকে পড়ে যান ফুল বোঝাই গাড়িটির কাছাকাছি থাকা প্রত্যেকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়িটির চালক সহ ৬ জনের। জখম হন ৪জন। ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে তড়িঘড়ি মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি করে। খড়গপুর লোকাল থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। ঘাতক গাড়িটিকে আটক করা হয়েছে৷