দেশ

মধ্যরাতে আংশিক চন্দ্রগ্রহণ, দেখা যাবে ভারত থেকেও

শনিবার কোজাগরী লক্ষ্মীপুজো ৷ আর এদিন এশিয়া, অফ্রিকা ও ইউরোপের অন্যান্য দেশগুলির সঙ্গে ভারত থেকে দেখা যাবে আংশিক চন্দ্রগ্রহণ ৷ মহাজাগতিক এই দৃশ্য ভারত থেকে গভীররাত পর্যন্ত দেখা যাবে ৷ শনিবার মাঝ রাত ১ টা ৬মিনিট থেকে থেকে গভীর রাত ২টা ২২মিনিট (রবিবার পড়ে যাচ্ছে) পর্যন্ত এই আংশিক চন্দ্রগ্রহণ ভারত থেকে দেখা যাবে ৷ এশিয়া, ইউরোপ ও আফ্রিকা মহাদেশের অন্যান্য অঞ্চল থেকেই এই গ্রহণ দেখা যাবে ৷ এদিনই অবশ্য বাংলায় পালিত হচ্ছে কোজাগোরী লক্ষ্মীপুজো ৷ এদিন পৃথিবার ছায়ায় কয়েক ঘণ্টার জন্য আংশিকভাবে ঢাকা পড়বে চাঁদ ৷ জ্যোতির্বিজ্ঞানী দেবীপ্রসাদ দুয়ারী জানিয়েছেন, এই গ্রহণের জন্য অবশ্য চাঁদের আলোর ঔজ্জ্বলের প্রকারভেদ পৃথিবী থেকে তেমন ভাবে ভোঝা যাবে না ৷ তবে চাঁদের একাংশ আংশিকভাবে পৃথিবার ছায়ায় ঠাকা পড়বে ৷ এই ঘরণের ঘটনাকে আম্ব্রাল লুনার একলিপ্স বলে ৷ জানা গিয়েছে, ভারতীয় সময়ে শনিবার রাত ১১টা ৩১ মিনিট থেকে এই চন্দ্রগ্রহণ শুরু হলেও, তা দেখা যাবে গভীর রাত ১টা ৬ মিনিট থেকে ৷ রাত ১টা ৪৪ মিনিটে সবথেকে ভালোভাবে এই চন্দ্রগ্রহণ বোঝা যাবে ৷ রাত ২টো ২২ মিনিট পর্যন্ত চলবে এই গ্রহণ ৷

পূর্ণ এবং আংশিক গ্রহণের মধ্যে কতটা পার্থক্য?

যখন সূর্য, চাঁদ এবং পৃথিবী অসম্পূর্ণভাবে দেখা যায়, তখন তাকে আংশিক গ্রহণ বলে। এর মানে হল যে চাঁদের শুধুমাত্র একটি অংশ পৃথিবীর পেনাম্বার মধ্য দিয়ে যাবে। একটি আংশিক গ্রহণের সময়, চাঁদের উপর একটি ছায়া বাড়তে থাকবে যতক্ষণ না এটি একদম শীর্ষে পৌঁছায়। পূর্ণ চন্দ্রগ্রহণের ক্ষেত্রে, সূর্যগ্রহণের সময় সূর্য, পৃথিবী এবং চাঁদ এক বিন্দুতে থাকে। এটি একটি আংশিক গ্রহণ হিসাবে শুরু হয় তবে এর শীর্ষে পৃথিবীর ছায়া পুরো চাঁদকে ঢেকে দেয়।