দেশ

মরাঠা সংরক্ষণের দাবিতে বিধায়কের বাড়িতে আগুন

মরাঠা সংরক্ষণ নিয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ল মহারাষ্ট্রে৷ যার জেরে মহারাষ্ট্রের বিড়ে এনসিপি বিধায়ক প্রকাশ সোলাঙ্কির বাড়ি ভাভচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়৷ ঘটনার সময় বাড়িতেই ছিলেন প্রকাশ সোলাঙ্কি এবং তাঁর পরিবারের সদস্যরা৷ কোনওক্রমে পালিয়ে প্রাণ বাঁচান তাঁরা৷ সংবাদসংস্থা-কে দেওয়া প্রতিক্রিয়ায় সোলাঙ্কি জানিয়েছেন, ‘যখন হামলা হয়, আমি বাড়িতেই ছিলাম৷ সৌভাগ্যশত আমার পরিবাযরের সবাই সুরক্ষিত আছেন৷ কিন্তু প্রচুর টাকার সম্পত্তি নষ্ট হয়েছে৷’