খেলা

জন্মদিনে কলকাতাকে সেঞ্চুরি উপহার বিরাট কোহলির, ইডেনে ভারতের ৩২৬

জন্মদিনে কলকাতাকে সেঞ্চুরি উপহার বিরাট কোহলি। রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নিজের ৩৫তম জন্মদিনে ৪৯তম সেঞ্চুরি করে সচিন তেন্ডুলকরের নজির ছুঁলেন বিরাট। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক সেঞ্চুরির রেকর্ডটা এবার সচিনের সঙ্গে বিরাটেরও। সচিনের রেকর্ড ভেঙে ওয়ানডে-তে দুনিয়ার প্রথম ব্যাটার হিসেবে সেঞ্চুরির হাফ সেঞ্চুরি করতে বিরাটের লাগবে আর একটা তিন অঙ্কের রান। বিরাটের অনবদ্য ১০১, শ্রেয়স আইয়ারের দুরন্ত ৭৭ ও শেষবেলায় রবীন্দ্র জাদেজার ১৫ বলে ২৯ রানের ক্যামিওতে ভারত প্রথমে ব্যাট করতে তুলল ৫ উইকেটে ৩২৬ রান। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতে ঝড় তোলেন অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু সেট হয়ে রাবাদার বলে আউট হয়ে যান রোহিত (২৪ বলে ৪০, ২টি ওভার বাউন্ডারি)। রোহিতের ফেরার পরেই শুরুটা ভাল করেও প্রোটিয়া স্পিনার কেশব মহারাজের বলে বোল্ড হয়ে যান শুবমন গিল (২৪ বলে ২৩)। ৯৩ রানে ২ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া। কিন্তু সেখান থেকে চতুর্থ উইকেটে বিরাট কোহলি-শ্রেয়স আইয়ার ১৩৪ রানের পার্টানরশিপ করে দলকে ভাল জায়গায় নিয়ে যান। ৮৭ বলে ৭৭ রানের অনবদ্য ইবনিংস খেলে লুঙ্গির বলে আউট হন শ্রেয়স। এরপর লোকেশ রাহুল (৮) নেমে তেমন কিছুই করতে পারেনি। সূর্যকুমার (১৪ বলে ২২), জাদেজা (১৫ বলে ২৯) দলকে ৩২৬ রানে নিয়ে যান বিরাট কোহলি। ৪৯ তম ওভারের তৃতীয় বলে রাবাদার লেন্থ ডেলিভারিটা ব্যাকফুট কভারে ঠেলে এক রান নিয়ে সচিনকে ছোঁয়া সেঞ্চুরি করেন বিরাট। ইনিংসের শেষ ওভারে জাদেজা দুটি বাউন্ডারি, একটা বাউন্ডারি সহ ১৭ রান নেন।