প্রথমে ব্যাট করে ভারতীয় দল তোলে ৩২৬ রান। বিরাট কোহলি করেন ১০১। শ্রেয়স আইয়ার ৭৭। এছাড়া রোহিত শর্মা করেন ৪০ রান। এদিন শুরু থেকেই মারমুখী ছিলেন রোহিত। পয়া ইডেন তাঁকে কখনও খালি হাতে ফেরায় না। তবে এদিন যেন সময়মতো ব্যাটে লাগাম পরাতে পারেননি।রোহিত আউট হওয়ার পর ইনিংসের হাল ধরেন বিরাট কোহলি। জন্মদিনে মনে রাখার মতো ইনিংস খেলেন। ৪৯তম ওডিআই সেঞ্চুরি করে ফেললেন বিরাট। এমনিতেই বিশ্বকাপে দুরন্ত ফর্মে রয়েছেন কোহলি। ফলে তাঁকে সামলানো কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল দক্ষিণ আফ্রিকার পক্ষে। দক্ষিণ আফ্রিকাকে মাত্র ৮৩ রানে অল আউট করে দিলেন ভারতের বোলাররা। মাত্র ২৭.১ ওভারে শেষ হয়ে গেল বাভুমাদের ইনিংস। টানা আটটা ম্যাচ জিতে রোহিত শর্মারা বিশ্বকাপ জয়ের ব্যাপারে এখন আর শুধু হট ফেভারিট নন, এখান থেকে টিম ইন্ডিয়া বিশ্বকাপ না জিতলে সেটাই হবে সবচেয়ে বড় অঘটন। শ্রীলঙ্কাকে ওয়াংখেড়তে ৫৫ রানে অল আউট করার পর সামি-বুমরারা এবার ইডেনে প্রোটিয়াদের অল আউট করলেন ৮৩ রানে। যে দক্ষিণ চলতি বিশ্বকাপে একবার ৪০০ প্লাস, একবার ৩৯৯ সহ পাঁচবার সাড়ে তিনশো রান করেছে, তারাই ভারতের সামনে এসে মাত্র ৮৩ রানে ধরাশায়ী হয়ে গেল। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে দলের বোলারদের এত ধরাবাহিক ভাল পারফরম্যান্স আগে কখনও দেখা যায়নি। মহম্মদ সামির নেতৃত্বে রবীন্দ্র জাদেজারা ইডেনে ফুল ফোটালেন। জাদেজা ৩৩ রানে ৫ উইকেট নিলেন, সামি নিলেন রাসে ভান দার দুসেন ও আইদেন মার্করামের মত ২টি গুরত্বপূর্ণ উইকেট।