হ্যাকারদের হানায় পেজই বন্ধ করে দিল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের মতো সরকারি পেজ হ্যাকদের হাতে। ৩দিন কেটে গেলেও দেখা গেল এখনও আলিপুর আবহাওয়া দফতরের পেজটি হ্যাকার মুক্ত হয়নি।লালবাজার সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে পেজ হ্যাকিংয়ের অভিযোগ আগেই করা হয়েছে। কাজ রুখে যাওয়ায় নতুন করে ফেসবুক পেজ খোলার সিদ্ধান্ত। পুরনো সাইটটি এখনও হ্যাকারদেরই হাতে। এখনও আপত্তিকর ভিডিয়োগুলি বহাল তবিয়তেই পেজে আছে। ফলে আবহাওয়ার দৈনিক আপডেট থেকে বঞ্চিত নেটিজেনরা। বিষয়টি নিয়ে আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশকুমার দাস জানালেন, ‘পেজ হ্যাকিংয়ের বিষয়টি সাইবার সেল দেখছে। লালবাজার সাইবার ক্রাইম শাখায় অভিযোগ জানানো হয়েছে। হ্যাকার মুক্ত না হওয়ায় আমরা ওই পেজটি ছেড়ে দিয়েছি। আলিপুর আবহাওয়া দফতরের তরফে একটি নয়া পেজ খোলা হয়েছে।’ বিবৃতি প্রকাশ করে নয়া পেজের কথা ইতিমধ্যেই জানিয়েছে হাওয়া অফিস। নয়া পেজটি হল- https://www.facebook.com/WeatherOffice.Kolkata/ । পেজ হ্যাকার মুক্ত না হওয়ায় আবহাওয়ার আপডেট জানানো যাতে বন্ধ না হয়ে যায়, তার জন্য চালু নয়া পেজ। সেই পেজে আগের মতোই নিয়মিত মিলছে আবহাওয়ার আপডেট। প্রসঙ্গত, পুরনো ফেসবুক পেজে হ্যাকিংয়ের বিষয়টি নজরে আসে ৫ নভেম্বর। আলিপুর আবহাওয়া দফতরের পেজে হ্যাকারদের সৌজন্যে আবহাওয়ার হালহকিতের বদলে ওই অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে এক অজ্ঞাত পরিচয় এক বিদেশি তরুণীর রিলস। কিন্তু কে বা কারা করেছে এই হ্যাকিং? প্রাথমিক সূত্রে খবর, ভিয়েতনামের কোনও একটি জায়গা থেকে এক অ্যাকাউন্টের মাধ্যমে আলিপুর আবহাওয়া দফতরের অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। তবে তা সত্যি নাও হতে পারে হ্যাকাররা এমন টেকনোলজিও ব্যবহার করে যেখানে অবস্থান বোঝা যায় না।