যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে পাক সেনার গুলিতে শহিদ হলেন একজন বিএসফ জওয়ান। ঘটনাটি ঘটেছে সাম্বা জেলার রামগড় সেক্টরে। শোপিয়ানেরই কাথোহালান এলাকায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে এনকাউন্টারের সময় নিষিদ্ধ সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ)-এর এক সদস্যকে নিকেশ করা হয়েছে বলে জানিয়েছে জম্মু ও কাশ্মীর পুলিশ। জানা গেছে, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে বৃহস্পতিবার ভোর থেকে বিনা প্ররোচনায় গোলা বোর্ষণ করতে থাকে পাক সেনা। আর তাতে গুরুতর জখম হন বিএসএফের এক জওয়ান। এরপর তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। সেখানে চিকিৎসারত অবস্থায় জওয়ানের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বিএসএফ সূত্রে জানানো হয়েছে যে গত ২৪ দিনে এ নিয়ে তৃতীয়বার যু্দ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করল পাক সেনা। বিনা প্ররোচনায় ভোর রাত থেকে গোলা বর্ষণ করতে থাকে পাক রেঞ্জার্সরা। তাদের গোলা বর্ষণের পাল্টা জবাব দেওয়া হয়েছে বলে বিএসএফের এক আধিকারিক জানিয়েছেন। অন্যদিকে, শোপিয়ানে জঙ্গিদের খোঁজে কাশ্মীর পুলিশ ও সেনার যৌথ অভিযানের সময় খতম হল এক জঙ্গি। তল্লাশির সময় হঠাৎ নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় ওই জঙ্গি। পালটা জবাব দেওয়া হয়। গুলির লড়াই চলাকালীন নিরাপত্তাবাহিনীর গুলিতেই ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। নিকেশ জঙ্গির কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রচুর অস্ত্র।