প্রয়াত সিঙ্গুরের বাম নেতা সুহৃদ দত্ত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। দীর্ঘদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন তিনি। তাপসি মালিক মৃত্যু মামলায় মূল অভিযুক্ত ছিলেন তিনি। সিবিআই-র হাতে গ্রেফতারও হয়েছিলেন তিনি। হাইকোর্টে পরে তিনি জামিন পান। প্রসঙ্গত, ২০০৬ সালের ১৮ ডিসেম্বর সিঙ্গুরে টাটাদের ন্যানো প্রকল্প এলাকার জমির ভিতর থেকে তাপসী মালিকের পোড়া মৃতদেহ উদ্ধার হয়েছিল। সেইসময় রাজ্যের বিরোধী নেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিবিআই তদন্তের দাবিতে সরব হয় রাজ্যের তৎকালীন প্রধান বিরোধী দল তৃণমূল কংগ্রেস। তদন্তে নেমে তাপসী মালিককে ধর্ষণ এবং খুনের অভিযোগে দুই সিপিএম নেতা সুহৃদ দত্ত ও দেবু মালিককে গ্রেফতার করে সিবিআই। কয়েক বছর জেলে থাকার পর জামিনে মুক্তি পান দু’ জনেই৷ কিন্তু আজও মামলার নিষ্পত্তি হয়নি।