দুর্গাপুজোর পর এবার কালীপুজোতেও কলকাতা মেট্রোর সময়সীমায় বদল। রাতে বাড়ানো হচ্ছে ট্রেন। রবিবার স্পেশ্যাল দুটি মেট্রো চালানো হবে বলে জানানো হয়েছে। দক্ষিণেশ্বর ও কালীঘাটের কালী মন্দিরে পুণ্যার্থীদের ভিড়ের কথা মাথায় রাখে বিশেষ মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার অর্থাৎ কালীপুজোর দিন ডাউন এবং আপ লাইনে ৬৬টি করে মোট ১৩২টি মেট্রো চলবে। সকালে নির্দিষ্ট সময়েই শুরু হবে পরিষেবা। দমদম-দক্ষিণেশ্বর, কবি সুভাষ-দক্ষিণেশ্বর, দমদম-কবি সুভাষ, দক্ষিণেশ্বর-কবি সুভাষ পর্যন্ত প্রথম মেট্রো ছাড়বে সকাল ৯টায়। বাড়তি মেট্রো পাওয়া যাবে রাতে।