দেশ

‘আগুন নিয়ে খেল বেন না, নির্বাচিত সরকারের বিল আটকে রাখবেন না’, তামিলনাড়ু ও পঞ্জাবের রাজ্যপালকে কড়া বার্তা সুপ্রিমকোর্টের

‘আপনারা আগুন নিয়ে খেলছেন। জনগণের দ্বারা নির্বাচিত সরকারের বিল আটকে রাখবেন না’। তামিলনাড়ু ও পঞ্জাবের রাজ্যপালকে এবার কড়া বার্তা দিল সুপ্রিমকোর্ট। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানিয়ে দিলেন, ‘এটা খুবই গুরুতর বিষয়। জনগণের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে বিল আইনসভার পাশ হয়েছে। সেই বিল আটকে রাখা অসংবিধানিক’। রাজ্যের সংবিধানিক প্রধান রাজ্যপাল। বিধানসভায় যখন কোনও বিল হয়, তখন অনুমোদনের জন্য় সেই বিল পাঠিয়ে দেওয়া হয় রাজভবনে। এরপর রাজ্যপাল যদি স্বাক্ষর করেন, তাহলে বিল আইনে পরিণত হয়। কিন্তু সরকারি কাজে বাধা দেওয়া নয়, মোদি জমানায় বিরোধীশাসিত রাজ্যগুলিতে বিল আটকে রাখার অভিযোগও রাজ্যপালকে বিরুদ্ধে।মামলা দায়ের করা হয়েছে সুপ্রিম কোর্টে। এদিন সেই মামলার শুনানি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন, ‘কীভাবে আপনারা আইনসভা পাশ হয়ে যাওয়া বিল আটকে রাখেন! পঞ্জাবে যা হচ্ছে, তা দেখে আমরা মোটেই খুশি নই। আমরা কী সংসদীয় গণতন্ত্রকে বিসর্জন দিয়েছি? দেশে সংসদীয় গণতন্ত্রের যে রীতিনীতি আছে, সেটা অনুসরণ করুন’। এর আগে, সুপ্রিমকোর্টের যেদিন রাজ্যের বিল অনুমোদন সংক্রান্ত মামলা শুনানি হয়, সেদিন রাজ্যপালের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণ ছিল,  ‘রাজ্যপালদের ভুলে গেলে চলবে না, তাঁরা নির্বাচিত প্রতিনিধি নন’।