ফের বিস্ফোরণ! শুক্রবার সকালে বোমা বিস্ফোরণের ঘটনায় উত্তেজনা ছড়াল পানিহাটি পুরসভার ২ নম্বর ওয়ার্ডের সুখচর তেজপাল নগরে। বাড়ির মধ্যেই বোমা বিস্ফোরণ হলে গুরুতর জখম হন এক যুবক। তাঁর নাম জিতেন্দ্র গুপ্তা (২২)। তাঁর ডান হাত উড়ে গিয়েছে। ঘনবসতি এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পানিহাটিতে। বারাকপুর পুলিশ কমিশনারেটের এক আধিকারিক বলেন, বোমা ঘরের ভিতরে রাখা ছিল, নাকি বাইরে থেকে কেউ মেরেছে, তা স্পষ্ট নয়। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দিনকয়েক আগেই টিটাগড়ের উড়ানপাড়া এলাকায় এক যুবককে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। সেই ঘটনার রেশ থাকতেই পানিহাটিতে বোমা ফাটার ঘটনা ঘটল। এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে। স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, জিতেন্দ্র ছটপুজোর আগে ঘর রং করার জন্য লফটের উপর থেকে একটি বস্তা নামাচ্ছিলেন। ওই বস্তায় ছিল শীতের পোশাক। সেই সময় বোমাটি ফাটে। বিকট আওয়াজে কেঁপে ওঠে গোটা এলাকা। মনে করা হচ্ছে, ওই বস্তার ভিতরেই বোমাটি রাখা ছিল। প্রতিবেশী সুমনা চক্রবর্তী বলেন, আমি ঘরের মধ্যেই ছিলাম। বাইরে বেরিয়ে দেখি, চারদিকে ধোঁয়ায় ঢেকে গিয়েছে। পাড়ার লোকজনই জিতেন্দ্রকে হাসপাতালে নিয়ে যান। তাঁর হাত থেকে অঝোরে রক্ত ঝরছিল। পুলিস আসার পর জানতে পারলাম, বোমা বিস্ফোরণের ফলেই এই ঘটনা ঘটেছে।
জিতেন্দ্রর আত্মীয়া বেবি সাউ বলেন, ও ঘর পরিষ্কার করছিল। বাড়িতে বোমা রাখতে যাবে কেন ও? বাইরে থেকে কেউ এসে সম্ভবত ওই বস্তায় বোমা রেখে গিয়েছিল। পুলিস তদন্ত করে দেখুক। পরে বম্ব স্কোয়াড এসে ওই বাড়িতে তল্লাশি চালায়। তৃণমূলের স্থানীয় নেতা দিব্যেন্দু চৌধুরী বলেছেন, বেবি সাউয়ের ছেলে ভিকি বিজেপি করে। সম্ভবত ওই বোমা মজুত করেছিল। তবে ভিকির মা এই অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়েছেন। এ নিয়ে তৃণমূলের কর্মীদের সঙ্গে তাঁর তুমুল বচসা হয়। এর ফলে উত্তেজনার সৃষ্টি হয়।