গ্রুপের সব ম্যাচ জিতে শেষ চারে যাওয়ার নজির গড়ল ভারত। দীপাবলির দিন বেঙ্গালুরুতে নেদারল্যান্ডসকে ১৬০ রানে হারালেন রোহিতরা। বেঙ্গালুরুতে চার, ছয়ের ফুলঝুরি। প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ৪১০ রান তোলে ভারত। এই ইনিংসে ভারতের প্রথম পাঁচ ব্যাটারের মধ্যে তিনজনের অর্ধশতরান। দু”জন করলেন শতরান। একদিনের ক্রিকেটের ইতিহাসে কোনও ম্যাচে এই ঘটনা ঘটেনি। ভারতের পাহাড়প্রমাণ রান তাড়া করতে নেমে ৪৭.৫ ওভারে ২৫০ রানে শেষ হয়ে যায় ডাচদের ইনিংস। প্রথম আট ম্যাচে কোনও পরীক্ষা নিরীক্ষার পথে হাঁটেনি রোহিত শর্মা। পাঁচ বোলারকে দিয়েই বল করান। কিন্তু এদিন ষষ্ঠ বোলারের অভাবে হাত ঘোরাতে দেখা যায় বিরাট কোহলি, শুভমন গিল, সূর্যকুমার যাদবকে। উইকেটও পান বিরাট। ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডসকে আউট করেন ভারতের প্রাক্তন নেতা। নেদারল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালের মহড়া সেরে রাখল ভারত। ঘরের মাঠে চলতি বিশ্বকাপের প্রথম শতরান তুলে নেন কেএল রাহুল। রোহিতের রেকর্ড ভেঙে ভারতীয় ব্যাটার হিসেবে দ্রুততম শতরান। ৬৩ বলে একশো করেছিলেন ভারত অধিনায়ক। রাহুল করলেন ৬২ বলে। ৪টি ছয়, ১১টি চারের সাহায্যে ৬৪ বলে ১০২ রান করে আউট হন। অন্য প্রান্তে দুরন্ত শ্রেয়স আইয়ার। তিনিও সেঞ্চুরি করেন। প্রথম পাঁচ ম্যাচে টানা ব্যর্থতার পর দুরন্ত কামব্যাক মুম্বইকরের। আগের দুই ম্যাচে কাছে গিয়েও হাতছাড়া হয়। এদিন কোনও ভুল করেননি। নিখুঁত ব্যাটিং। ৮৪ বলে শতরান সম্পূর্ণ করেন। ইনিংস শেষে ৯৪ বলে ১২৮ রান শ্রেয়সের। ইনিংস সাজান ৫টি ছয়, ১০টি চারে। চতুর্থ উইকেটে ২০৮ রান যোগ করে এই জুটি। তবে শুরুটা ছিল রোহিত শর্মা, শুভমন গিলের। দু”জনেই অর্ধশতরান করেন। ছয়ের নতুন নজির গড়েন হিটম্যান। টপকে যান এবি ডি”ভিলিয়ার্সকে। এদিন ৫৯তম ছক্কা হাঁকিয়ে এক ক্যালেন্ডার বছরে সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ড করলেন রোহিত। ২০১৫ সালে একদিনের আন্তর্জাতিকে ৫৮টি ছয় মেরেছিলেন ডিভিলিয়ার্স। এদিন ৫৪ বলে ৬১ রান করে আউট হন ভারতের নেতা। ৩২ বলে ৫১ করে শুভমন। তাতে ছিল ৪টি ছয়, ৩টি চার। শুরুটা কিছুটা মন্থর হলেও অর্ধশতরান পান বিরাট কোহলিও। ৫৬ বলে ৫১ করেন। ভারতের টপ ফাইভ ব্যাটারই রান পায়। সাম্প্রতিককালে এরকম হয়েছে বলে মনে পড়ে না। ৫০ ওভারের শেষে ৪ উইকেট হারিয়ে ৪১০ রান তোলে ভারত। এবারের বিশ্বকাপে যা সর্বাধিক রোহিতদের। বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি নেদারল্যান্ডস। শুরুতেই ফিরে যান বারেসি। তবে টপ ফোরের বাকি তিনজন শুরুটা খারাপ করেনি। কিন্তু বেশিক্ষণ উইকেটে টিকতে পারেনি। ৪৫ করেন সাইব্র্যান্ড এঞ্জেলব্রেচট। চলতি বিশ্বকাপে ব্যাট হাতে সফল ডাচ অধিনায়ক এডওয়ার্ডসকে ফেরান কোহলি। ১৭ রান করে আউট হন। ৯ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে একদিনের ক্রিকেটে প্রথম উইকেট বিরাটের।