কলকাতা

আমহার্স্ট স্ট্রিট থানায় ডেকে এনে পিটিয়ে মারার অভিযোগ! মেডিক্যাল কলেজে বিক্ষোভ

খোদ কলকাতায় পুলিশ হেফাজতে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ ঘিরে তুলকালাম কলেজ স্ট্রিটে। পরিবারের তরফে অভিযোগ, থানায় ডেকে পিটিয়ে মারা হয়েছে ওই ব্যক্তিকে৷ চোরাই ফোন কেনার অভিযোগে পুলিশ থানায় ডেকে ওই ব্যক্তিকে অত্যাচার করেছে বলেই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ করা হয়েছে৷ পরিবারের দাবি, খবর পেয়ে পরিবারের লোকেরা ঘটনাস্থলে পৌঁছে যান৷ তাঁরা পৌঁছে দেখেন, থানার ভিতর মাথা ফাটা অবস্থায় পড়ে রয়েছেন তিনি৷ রক্তাক্ত অবস্থায় অশোককে মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশের তরফে বলা হয়, অশোকের মৃগীর মতো কোনও একটি সমস্যা রয়েছে৷ সেই কারণে তিনি কোনওভাবে পড়ে গিয়ে তাঁর মাথা ফেটে যায়, সেই কারণে মৃত্যু হয়েছে৷ পরিবার সেই দাবি মানতে চায়নি৷ তারপর দেহ নিয়ে যাওয়া হয় হাসপাতালে৷ সেখানেও পরিবারের তরফে অভিযোগ করা হয়েছে, কোনওরকম পরীক্ষা না করে দেহ ফেলে রাখা হয়৷ পুলিশকর্মীরা কার্যত দেহ রেখেই পালিয়ে যান৷ মেডিক্যাল কলেজের গেটের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন পরিবারের লোকেরা৷  পুলিশের দাবি, চোরাই ফোন কেনার অভিযোগে অশোককে থানায় ডেকে আনা হয়েছিল। তাঁর মৃগী রোগ ছিল। থানায় অসুস্থ বোধ করায় ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার প্রতিবাদে স্থানীয় লোকজন কলেজ স্ট্রিট অবরোধ করেন বুধবার সন্ধ্যায়। অশোক সাউ নামের মৃত ব্যক্তি পানের দোকান চালাতেন বলে পরিবারের দাবি। কে বা কারা থানায় ঘটনার একটি ভিডিও করে। সেটি ভাইরাল হয়ে যায়। তাতে দেখা গিয়েছে, ওই ব্যক্তিকে ধরাধরি করে থানার পুলিশকর্মীরা বাইরে নিয়ে যাচ্ছেন। যদিও এই ভিডিওর সত্যতা বঙ্গনিউজ যাচাই করেনি। পুলিশ জানিয়েছে, ময়না তদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। বহুদিন পর শহর কলকাতায় থানার মধ্যে পিটিয়ে খুন করার অভিযোগ ওঠায় শাসকদল অস্বস্তিতে পড়েছে।