সপ্তাহন্তে ‘পিকচার অব দ্য ডে’ ছিল তেজস যুদ্ধবিমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সওয়ারি। সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল সেই ছবি। লাইক-শেয়ারের বন্যা বইছে দুপুর থেকে। এদিকে, প্রধানমন্ত্রী মোদীর তেজস যুদ্ধবিমানে চড়া নিয়েও কটাক্ষ করতে ছাড়ল না কংগ্রেস। শনিবার কংগ্রেসের তরফে প্রধানমন্ত্রীকে আক্রমণ করে বলা হয়, “নির্বাচনের আগে ছবি তোলার মাস্টার”। শনিবার বেঙ্গালুরুতে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের সদর দফতরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মূলত দ্বিতীয় প্রজন্মের তেজস যুদ্ধবিমানের প্রস্তুতি কতটা, তা খতিয়ে দেখেন প্রধানমন্ত্রী। এরপর তেজস যুদ্ধবিমানে সওয়ার হন প্রধানমন্ত্রী। প্রায় ২০ মিনিট তেজস যুদ্ধবিমানে সফর করেন তিনি। পরে নিজে টুইট করে অসামান্য অভিজ্ঞতার কথা ভাগ করে নেন। এদিকে, প্রধানমন্ত্রীর এই যুদ্ধবিমান সফর নিয়ে তীব্র কটাক্ষ করা হয় কংগ্রেসের তরফে। প্রবীণ কংগ্রেস নেতা জয়রাম রমেশ এক্স হ্যান্ডেলে অভিযোগ আনেন যে প্রধানমন্ত্রী পূর্ববর্তী কংগ্রেস সরকারকে কৃতিত্ব দেয় না দেশীয় প্রযুক্তিতে লাইট কমব্যাট ফাইটার জেট তৈরির জন্য। কংগ্রেসেরই চিন্তাভাবনা ছিল এই যুদ্ধবিমান। পাশাপাশি প্রধানমন্ত্রীর যুদ্ধবিমানে বসা ছবিকে কটাক্ষ করে জয়রাম রমেশ বলেন, “নির্বাচনের আগে ছবি তোলার মাস্টার এখন নিজের কৃতিত্ব বলে যেগুলি দাবি করেন, তা ২০১৪ সালের আগে কার প্রচেষ্টায় সফল হয়েছে, তার কৃতিত্ব দেন না।”