দেশ

উত্তরকাশীর টানেলে শ্রমিকদের উদ্ধার কাজে এবার নামল ভারতীয় সেনা

জায়ান্ট ড্রিল মেশিনও বিকল। ভারতীয় সেনা পৌঁছল উত্তরকাশীতে। গত বৃহস্পতিবার জানা গিয়েছিল, সবকিছু ঠিকঠাক থাকলে সেদিনই আর কয়েক ঘণ্টার মধ্য়ে উত্তরকাশীর ভেঙে পড়া টানেলের অন্ধকূপ থেকে বেরিয়ে আসতে পারবেন ৪১ জন শ্রমিক। কিন্তু সমস্যার মুখে পড়েছিলেন উদ্ধারকারী দল। এবার সেখানে নতুন সমস্যা। বিকল হয়ে পড়ল জায়ান্ট ড্রিল মেশিন। এই পরিস্থিতিতে এবার উদ্ধারকাজে নামল ভারতীয় সেনা। উল্লেখ্য, গত ১২ নভেম্বর ধস নেমে টানেলের মধ্যে আটকে পড়েছিলেন ৪১ জন শ্রমিক। ওই শ্রমিকদের মধ্যে বাংলার ৩ শ্রমিকও রয়েছেন। ধসের পর থেকেই শুরু হয়ে গিয়েছিল উদ্ধারের কঠিন লড়াই। আনা হয়েছে বিদেশি যন্ত্রপাতি। এসেছেন বিশেষজ্ঞেরা। ইতিমধ্যেই ৪৪ মিটার লম্বা একটি পাইপ ধ্বংসস্তূপের মধ্যে ঢুকিয়ে শ্রমিকদের কাছে পাঠানো হচ্ছে খাবারদাবার ওষুধপত্র। পাশাপাশি, ক্যামেরা লাগিয়ে তাঁদের সঙ্গে কথা বলাও সম্ভব হয়েছে। বৃহস্পতিবার সকালে এনডিআরএফের ২১ জনের একটি দল অক্সিজেন সিলিন্ডার ও অন্যান্য যন্ত্রপাতি নিয়ে টানেলে প্রবেশও করেছে।