দলীয় কর্মসূচির মঞ্চ থেকে কর্মীদের উদ্দেশে বিধায়ক অমরনাথ শাখা বলেন, “আগামী ২৯ নভেম্বর কলকাতার সভায় যোগ দিতে যাওয়ার পথে তৃণমূল পথ আটকালে তাঁদের টুঁটি ধরে বাসে তুলবেন, তারপর গঙ্গার জলে চোবাবেন।” তাঁর দাবি, কোথাও কোথাও বাধা দেওয়া হতে পারে তাঁদের। বিধায়ক আরও বলেন, “কেউ এক গালে চড় মারলে আর এক গালে এমন কামড় দেবেন যে গাল থেকে যেন মাংস উঠে আসে।” আগামী ২৯ নভেম্বর ধর্মতলায় বিজেপির সভায় উপস্থিত থাকবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। সেই সভায় যাওয়ার পথে বাধা এলে, কাউকে রেয়াত করা হবে না বলে কার্যত প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়েছেন ওই বিধায়ক। তবে তাঁর দাবি, এই মন্তব্যে কোনও উস্কানি নেই। তাঁর এই বার্তায় তৈরি হয়েছে বিতর্ক। তবে, তৃণমূলের কটাক্ষ, কলকাতার সভায় লোক হবে না জেনে আগে থেকেই প্রলাপ বকছে বিজেপি নেতৃত্ব।